ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষা, জ্বালানি, সেতু, কৃষি, মহিলা ও শিশু মন্ত্রণালয়ে নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
শিক্ষা, জ্বালানি, সেতু, কৃষি, মহিলা ও শিশু মন্ত্রণালয়ে নতুন সচিব

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সেতু বিভাগ, কৃষি এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।  
এছাড়াও, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নতুন রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এই ছয় কর্মকর্তার দপ্তর বদল করে আদেশ জারি করেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়।

দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।  

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বক্কর ছিদ্দিককে করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।  

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।
এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রামেন্দ্র বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।