ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে বিজিবি দিবস পালিত

 ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
মৌলভীবাজারে বিজিবি দিবস পালিত

মৌলভীবাজার: নানা আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস।

সোমবার (২০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদরে দুপুরে আমন্ত্রিত অতিথি, বিজিবির কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এর আগে বিজিবি’র সদস্য ও শ্রীমঙ্গল বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শরীর চর্চা প্রদর্শন।

বেলা ৩টায় শ্রীমঙ্গল সেক্টর মাঠে বিজিবি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা।

আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল ৪৬ ভিজিবির অধিনায়ক লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার প্রমুখ।

পরে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।