ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় ট্রাক্টরচাপায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
পত্নীতলায় ট্রাক্টরচাপায় নারীসহ নিহত ২

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় বালু বোঝাই ট্রাক্টরের চাপায় ভ্যানে থাকা নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন।  

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাপাহার-পত্নীতলা সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-বড় মহরন্দী গ্রামের জুয়েল হোসনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) ও একই গ্রামের ফারুক হোসেন (৬০)।  

স্থানীয়রা জানান, সকালে ভ্যানে করে বড় মহরন্দী গ্রাম থেকে স্থানীয় মধুইল বাজারে যাচ্ছিলেন বুলবুলি ও ফারুক। পথে নকুচা এলাকায় ভ্যানটির শকাপ (যন্ত্রাংশ) ভেঙ্গে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে ট্রাক্টরটি পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই বুলবুলির মৃত্যু হয়। এসময় আহত হন ফারুক। এ অবস্থায় ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।  

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।