ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া মোবাইলসহ আটক ১

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
রাবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া মোবাইলসহ আটক ১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছে মহানগরীর মতিহার থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রুবায়েত বাধন (২১) নামের একজন ছিনতাইকারীকেও আটক করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার বাধন মহানগরীর চন্দ্রিমা থানার পূর্ব মেহেরচন্ডী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৩ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড দিয়ে রিকশায় করে হলে ফিরছিলেন এক ছাত্রী। উপাচার্য বাসভবনের সামনে পৌঁছা মাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেলে দু’জন আরোহী চলন্ত অবস্থায় তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় রিকশা থেকে পড়ে ভুক্তভোগী গুরুতর আহত হন। ব্যাগে স্টুডেন্ট আইডি কার্ড, ব্যাংকের এটিএম কার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা ছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার প্রেক্ষিতে মতিহার থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। রোববার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে বাধনকে গ্রেফতার করা হয়। তার সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘন্টা, জানুয়ারি ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।