ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেলে রাখা কার্টন থেকে জুতার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
ফেলে রাখা কার্টন থেকে জুতার কারখানায় আগুন

সাভার, (ঢাকা): সাভারের আড়াপাড়া এলাকায় একটি জুতার কারখানায় বাইরে ফেলে রাখান কার্টন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ফায়ার সার্ভিস যাওয়ার আগে কারখানার ভেতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার আড়াপাড়া এলাকায় বরিশাল ফরসান গ্রুপের সিন ইন ফুড জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কারখানার সামনে কিছু কার্টন ফেলে রাখা হয়েছে। সেই কার্টনগুলোর পাশে কেউ সিগারেট খেয়ে সেখানে সিগারেটের শেষ অংশ আগুনসহ ফেলে রেখে গেছে। সেখান থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে চেষ্টা করে আগুন নেভায়। পরে ফায়ার সার্ভিস আসে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান সিদ্দিকুর রহমান বলেন, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে সাভারের আড়াপাড়া এলাকায় জুতা কারখানায় আগুনের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে যায়। তবে, প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।