ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘হাতি মেশিনের’ নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
‘হাতি মেশিনের’ নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু ধান-ভুট্টা-গম ভাঙ্গানোর মেশিন, যার স্থানীয় নাম ‘হাতি মেশিন’

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় শ্যালো ইঞ্জিনচালিত ধান-ভুট্টা-গম ভাঙ্গানোর একটি গাড়ি (স্থানীয় নাম হাতি মেশিন) উল্টে তার নিচে চাপা পড়ে শিমুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা-আল্লারদর্গা সড়কের সাতবাড়িয়ার সোনার মুড়ি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল ভেড়ামারা উপজেলার কাজিহাটা দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত ধান-ভুট্টা-গম ভাঙ্গানোর একটি মেশিন উল্টে তার নিচে চাপা পড়ে শিমুল নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।