ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবাইল নম্বর ক্লোনিং করে টাকা হাতিয়ে নেওয়া ৩ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
মোবাইল নম্বর ক্লোনিং করে টাকা হাতিয়ে নেওয়া ৩ জন গ্রেফতার ...

ঢাকা: ফরিদপুর ও মুন্সিগঞ্জে জেলা থেকে মোবাইল নম্বর ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নামের ২৪টি সিম ও আটটি মোবাইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

র‍্যাব-৪ অধিনায়ক জানান, ফরিদপুর ও মুন্সিগঞ্জে জেলায় অভিযান চালিয়ে মোবাইল নম্বর ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নামের ২৪টি সিম ও আটটি মোবাইল জব্দ করা হয়।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।