ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ২ অটোরিকশা-অ্যাম্বুলেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ২ অটোরিকশা-অ্যাম্বুলেন্স দুর্ঘটনাকবলিত গাড়ি।

ঢাকা: রাজধানীর হানিফ ফ্লাইওভারে নরসিংদী মেঘালয় নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে দুইটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অ্যাম্বুলেন্স। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থল থেকে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানউজকে জানান, যাত্রীবাহী মেঘালয় পরিবহন ব্রেক ফেল করার কারণে এলোপাথাড়িভাবে দুইটি অটোরিকশা ও একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায় ও কয়েকজন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীবাহী বাসসহ দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলো জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।