ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
সালথায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পাস করা এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।  

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন ইউএনও মোছা. তাছলিমা আকতার।



ইউএনও মোছা. তাছলিমা আকতার বলেন, ৬ ফেব্রুয়ারি সব ধরনের সামাজিক-পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা নিষেধ করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) একটি বাড়িতে লাইটিংয়ের কাজ দেখে অনুসন্ধান করে জানা যায় ৮ম শ্রেণি পাস করা এক মেয়ের জন্য বিয়ের আয়োজন চলছে। জন্ম নিবন্ধন সনদে তারিখ কাটাকাটি করে ভুয়া তারিখ লেখা।

তিনি বলেন, পরবর্তীতে পিএসসি সার্টিফিকেট যাচাই করে জানা যায় তার প্রকৃত জন্ম তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০০৬। পরে মেয়েটি বাড়িতে গিয়ে বিয়ে আয়োজন বন্ধ করা হয়।

ভবিষ্যতে বাল্যবিয়ে বন্ধের এ কার্যক্রম অব্যাহত থাকবে।  এ সময় সবাইকে বাল্যবিয়ে নিরসনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।