ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আবারও করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
আবারও  করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ফাইল ছবি

মৌলভীবাজার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী।

 

তিনি জানান, মন্ত্রীর করোনার উপসর্গ থাকায় বুধবার (২৬ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়। আজ রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন।  

তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে মন্ত্রী সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান জানান।

উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতোপূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
জিসিজি/বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।