ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা শাখা নদীর পানিতে ডুবে জোবায়ারা আকতার জিম (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জিম উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের জাকারিয়া রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে নদীর পাড়ে শিশুকে রেখে কাপড় ধোয়ার জন্য মা নদীতে যায়। এ সময় জিম হামাগুড়ি দিয়ে মায়ের অজান্তে নদীতে পড়ে যায়।

নদীর পাড়ে গোসল করতে আসা অন্যান্যরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  

দহবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল আলম রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।