ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর ছবি: বাংলানিউজ

দিনাজপুর: উত্তরের জেলাগুলোতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব পড়তে শুরু করেছে উত্তরের জনপদে।

দিনাজপুরেও কয়েকদিন থেকে বয়ে যাওয়া হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের কাজকর্ম ও জীবনযাপনে দুর্ভোগ দেখা দিয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৯টায় দিনাজপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসসিয়াস। এছাড়াও আজ বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ ও গতিবেগ ছিল ঘণ্টায় ৪ থেকে ৫ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

আজ পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের আরও বেশ কিছু স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।