ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কনকনে শীতে কাবু নীলফামারীর মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
কনকনে শীতে কাবু নীলফামারীর মানুষ

নীলফামারী: নীলফামারীতে সাত দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। কনকনে শীতে কাবু হয়ে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্ট করছে মানুষ।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সৈয়দপুর বিমান বন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) একই সময় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পারদের উঠানামায় শীতে কাবু হয়ে পড়েছে গবাদি পশুসহ বস্ত্রহীন মানুষ।

জানা যায়, গতকাল জেলার নীলফামারীর সৈয়দপুরে ৭ দশমিক ৮, রংপুরে ৮ দশমিক ২, ডিমলায় ৮ দশমিক ৪, আজ ফের ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ কারণে বাড়ছে শীতের দাপট। তৃণমূলে শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।  

আজ দুপুর ১টার পর আকাশে সূর্য দেখা মেলে। তবে রোদের তেজ না থাকায় বেকায়দায় পড়েছে মানুষ। ফলে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

জেলার সৈয়দপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. লোকমান হাকিম বাংলানিউজকে জানান, গত সাত দিন ধরে তাপমাত্রা উঠানামার ফলে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষেরা বেকায়দায় পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।