ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে মো. মামুন রশিদ নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার বান্নগর নাওটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মামুন উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের আবদুল গফুরের ছেলে। তিনি স্থানীয় মক্রবপুর বাজারে ফল ব্যবসা করতেন।

লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় বান্নগর নাওটি এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় সাইকেল চালক মামুন রশিদ চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।