ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ঝুট গোডাউনে আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
সাভারে ঝুট গোডাউনে আগুন, ৩ লাখ টাকার ক্ষতি

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় রানা প্লাজার পেছনে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১ টার দিকে সাভারের মজিদপুর এলাকায় রানা প্লাজার পেছনে হারুনের ঝুট গোডাউনে আগুন লাগে।

স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ করে জুটের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে গুদামের মালিক হারুন জানান, কীভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা জানেন না তবে আনুমানিক তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে যায়। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২ 
এসএফ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।