ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল তরুণীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল তরুণীর ফারজানা আক্তার মুক্তি

কিশোরগঞ্জ: ড্রাইভিং শিখতে গিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারজানা আক্তার মুক্তি (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালের দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা জেলা শহরের গাইটাল শ্রীধরখিলা এলাকার মো. সালাউদ্দিন আহমেদের মেয়ে। তিনি জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে চৌদ্দশত এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে বাসের সঙ্গে প্রশিক্ষণরত প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ড্রাইভিং শিখতে প্রাইভেটকারের চালকের আসনে থাকা ফারজানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন দু’তিনজন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।