ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ জেলা কারাগারে কয়েদির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
ঝিনাইদহ জেলা কারাগারে কয়েদির আত্মহত্যা ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা কারাগারে যৌতুক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি মফিজ উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
 
রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মফিজ জেলার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।  

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শৈলকুপার বাগুটিয়া গ্রামের মফিজের স্ত্রীর করা যৌতুক মামলায় পাঁচ বছরের সাজা হয়। গত ২১ জানুয়ারি আসামিকে কারাগারে পাঠান আদালত। ৩০ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে আসামি শৌচাগারের গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে কারারক্ষীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেনি কারাকর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।