ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারে গাঁজা-ফেনসিডিল-মদ, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
প্রাইভেটকারে গাঁজা-ফেনসিডিল-মদ, আটক ৩ প্রাইভেটকারে গাঁজা-ফেনসিডিল-মদ, আটক ৩

ঢাকা: নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটকরা হলেন- মমিন মিয়া মজুমদার (৪৮), শরীফ মিয়া (২০) ও জাহিদুল (১৮)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, কয়েকজন মিলে একটি প্রাইভেটকারসহ কুমিল্লা থেকে মাদকসহ ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব-৩। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদকদ্রব্য প্রাইভেটকারে এনে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি ফারজানা হক।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।