ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

৫০ বছর পূর্তিতে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
৫০ বছর পূর্তিতে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী অ্যানে লিন্ডে।

ঢাকা: বাংলাদেশ ও সুইডেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী অ্যানে লিন্ডে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানান।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী বলেন, এই বছরটি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বিশেষ একটি বছর হিসেবে উদযাপন করছি। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে সুইডেন স্বাধীন দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। গত ৫ দশক ধরে বাংলাদেশ অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন করেছে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে সুইডেন পাশে থেকেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও সুইডেনের কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল, গতিশীল ও শক্তিশালী হয়েছে। এই বছরটি দুই দেশের সরকার ও জনগণের বন্ধুত্বপূর্ণভাবে যৌথ পথ চলার একটি ঐতিহাসিক মুহূর্ত। আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ একযোগে মোকাবিলা করার প্রত্যাশা করেন সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ ও সার্বভৌম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় সুইডেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।