ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবদুল আউয়াল ডিলার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নোয়াখালী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

এর আগে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মরহুমের বড় ছেলে মামুনুর রশিদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও মোহনা টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।