ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন

খুলনা: খুলনার রূপসা উপজেলায় টিএসবি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস‍্য বড় ভাই ইনতাজ মোল্লার ইটের আঘাতে ছোট ভাই ইসরাইল মোল্লা নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ইসরাইল রূপসার গ্লোরি জুট প্রেসের শ্রমিক ছিলেন। তার শীতল মোল্লা ও সৌরভ মোল্লা নামে দুটি ছেলে রয়েছে।  

নিহত ইসরাইলের স্ত্রী খাদিজা পারভীন জানান, ইনতাজ মোল্লা তার দুজন সহযোগীকে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন। প্রথমে তার স্বামী ইসরাইলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এরপর তিনি পড়ে গেলে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান ইনতাজ। পরে স্বামী ইসরাইলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।