ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু একাডেমিতে নতুন ডিজি, মেয়াদ বাড়ল নিমকো ডিজির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
শিশু একাডেমিতে নতুন ডিজি, মেয়াদ বাড়ল নিমকো ডিজির

ঢাকা: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলামকে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) শরিফুল ইসলামকে মহাপরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপর আদেশে শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক শাহিন ইসলামকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২৩ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।  

এছাড়া কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক একেএম মোখলেছুর রহমানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।