ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ১৬

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডারর্গাড (বিজিবি)।

রোববার (৬ মার্চ) আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি আরও জানান, অবৈধ ভাবে বাংলাদেশ থেকে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন খবরে শনিবার রাত ও রোববার সকালে উপজেলার যাদবপুর ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

সে সময় যাদবপুর সীমান্তের বড়বাড়ী গ্রাম থেকে ১৩ জন ও শ্যামকুড় সীমান্তের নেপা বাজার থেকে ৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন স্থানে।

আটকরা কাজ ও চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।