ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় নদীর পাড় থেকে ক্ষত-বিক্ষত শিশু উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
সাতক্ষীরায় নদীর পাড় থেকে ক্ষত-বিক্ষত শিশু উদ্ধার  হাসপাতালে আহত শিশুটি

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার চর বালিথা এলাকার মরিচ্চাপ নদীর পাড় থেকে আলিফ হোসেন ফারহান (৭) নামে ক্ষত-বিক্ষত এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ মার্চ) দুপুরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

শিশু ফারহান চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের প্রথম স্ত্রীর ছেলে।

শিশু ফারহানকে উদ্ধারকারী চরবালিথা গ্রামের আশিকুজ্জামান জানান, আমি মরিচ্চাপ নদীর পাড় দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। এসময় উপুড় হয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখি। পরে চিৎ করেই তাকে চিনতে পারি। তার চোখে ধারালো কিছু দিয়ে খুচিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর ঠোঁট কেটে ক্ষত-বিক্ষত করা হয়েছে। তৎক্ষণাৎ তাকে সদর হাসপাতালে নিয়ে আসি।

শিশুটির বাবা মঈনুদ্দীন সরদার জানান, আমার প্রথম স্ত্রী শারমীন সুলতানা মারা যাওয়ার পরে ফারহান একই গ্রামে তার নানি সকিনা খাতুনের কাছে থাকত। সৎ মায়ের অত্যাচার ছেলেটাকে যেন সইতে না হয়, সেজন্য তাকে নানির কাছে রাখা হয়েছিল।

ফারহানকে হত্যার উদ্দেশে কে এমনটা করতে পারে, এমন প্রশ্নের জবাবে মঈনুদ্দীন বলেন, আন্দাজে কার নাম বলব? তবে শুনেছি ওর মামি রাণী বেগম মাঝে মাঝে তার ওপর অত্যাচার করত।

সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. পারভীন আক্তার বলেন, আমরা আশঙ্কা করছি, ফারহানের দুটো চোখই নষ্ট হয়ে যেতে পারে। তার ঠোঁট, গলা ও গায়ের কয়েক জায়গায় কাটা দাগ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।