ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে নাইজেরীয় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
কাশিমপুর কারাগারে নাইজেরীয় নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নাইজেরীয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার নাম চিদিম্মা আবেল্ফ (২৬)।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, দক্ষিণখান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ওই নারী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দি (হাজতি নং-১৫৮/২২) ছিলেন। গত ১৬ মার্চ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার (১৭ মার্চ) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৮০৮, ১৮ মার্চ, ২০২২
আরএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।