ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছুটিতে ফাঁকা ঢাকা, স্বস্তিতে নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
ছুটিতে ফাঁকা ঢাকা, স্বস্তিতে নগরবাসী শনিবার ঢাকার রাস্তায় ছিল না চিরচেনা যানজটের চিত্র | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: কয়েকদিনের তীব্র যানজটের পর টানা তিনদিনের ছুটিতে যানজটমুক্ত হয়েছে রাজধানী। নগরীর বিভিন্ন সড়কে স্বাভাবিক গতিতেই ছুটছে যানবাহন।

যানজট না থাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন নগরবাসী।

গত বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ছিল সরকারি ছুটি। শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার শবে-ই-বরাতসহ টানা তিনদিনের ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। ফলে শনিবার (১৯ মার্চ) অনেকটাই ফাঁকা দেখা গেছে রাজধানী ঢাকা।

নগরীর ফার্মগেট, বিজয় সরণি, বাংলামোটর, শাহবাগ, মতিঝিলের ব্যস্ততম সড়কগুলোতে যানজট দেখা যায়নি। গণপরিবহনে ছিল না যাত্রীদের চাপ।

সকালে বাংলামোটর মোড়ে মিরপুর থেকে মগবাজার আসার পথে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আসিফুর রহমানের সঙ্গে। ফাঁকা রাস্তায় আজ বেশ দ্রুতই গন্তব্যে এসেছেন বলে জানালেন তিনি।

শিকড় পরিবহনের হেলপার আরিফ বললেন, আজ ট্রিপ দিয়ে শান্তি পাইতেছি। রাস্তাঘাট ফাঁকাই ছিল। একটানেই চইলা আসতে পারছি।

ফাঁকা সড়কে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুভূতি প্রকাশ করেছেন অনেকে।

ইকবাল হোসেন নামে একজন বলেন, সকালে আবদুল্লাহপুর থেকে বাংলামোটরে মাত্র ৪০ মিনিটে এসেছি। ঢাকায় এটা অবিশ্বাস্য!

নগরীর ট্রাফিক পুলিশরাও জানিয়েছেন, টানা ছুটি উপলক্ষে অনেক মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে শনিবার সকাল থেকেই অনেকটাই ফাঁকা দেখা গেছে রাজধানী ঢাকা। এদিন রাস্তায় গাড়ির চাপও বেশ কম।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।