ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।

রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩শো’ শয্যা হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার খানপুরে এসে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এতে বক্তারা বলেন, আজ দেশে নীরব দূর্ভিক্ষ শুরু হয়েছে। একদিকে সরকার বলে দেশে দরিদ্র নাই অন্যদিকে মানুষের ক্রয়ক্ষমতা নেই বলে টিসিবিতে ভর্তুকি মূল্যে মানুষকে লাইন ধরে পণ্য কিনতে হচ্ছে। এই লাইন প্রমান করে আজ দেশের অবস্থা।

তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি জানান।

এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয়সহ সভাপতি মজিবর রহমান, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক সাগর প্রধান, মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদল নেতা মিনহাজ মিঠু, শাহীন শরীফ, মাসুদ, আরিফ, শাকিল, রুবেল সরদার, আব্দুল কাদির, রাজু আহমেদ, মোহাম্মদ রাসেল, শহীদ, আলী ইমরান তুষার, নুরুজ্জামান, মিজান, এ এইচ সৌরভ, বন্দর থানা যুবদল নেতা মোহাম্মদ রানা, সদর থানা যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, নূরে এলাহী সোহাগ, সেন্টু, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।