ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাভারে শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
সাভারে শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাঁটাই হওয়া শ্রমিকরা।

রোববার (২০ মার্চ) সকালে থেকে সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়ার ‘আসকারি ফ্যাশন লিমিটেড’ নামের ওই কারখানার সামনে এ বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় ৩০০ শ্রমিক। গত কয়েকদিনে কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে ৩০ জনের বেশি নিরীহ শ্রমিককে বেতন না দিয়ে ছাঁটাই করেন। পরে শ্রমিকরা চাকরিতে পুনর্বহাল ও বেতনের দাবিতে শ্রমিক নেতাদের নিয়ে সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

কারখানাটি থেকে চাকরি হারানো অপারেটর পারভিন আক্তার বাংলানিউজকে বলেন, কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়েই আমাদের ছাঁটাই করে দিয়েছে, যা অমানবিক কাজ। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে উল্টো তাদেরকে হয়রানি করছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

এই বিষয়ে শ্রমিক নেতা টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বাংলানিউজকে বলেন, শ্রমিকের বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধ না করে মালিক কর্তৃপক্ষ ঈদকে সামনে রেখে বকেয়া বেতন ও বোনাস না দেওয়ার জন্যই এই ছাঁটাই করেছে।

এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারোশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কামরানসহ আরও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।