ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে জয়নব আরা বেগম (৪৮) নামের এক নারী।

সোমবার (২১ মার্চ) সকালে পৌনে ১০ টায় পোড়াদহ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জয়নব আরা বেগম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী। তিনি পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেক্স টেনে রাজশাহী যাওয়ার জন্য পোড়াদহ স্টেশনে অপেক্ষা করছিলো জয়নব আরা বেগম। তিনি রাজশাহীতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাচ্ছিলেন। ট্রেন আসলে দ্রুত ট্রেনে উঠতে গেলে পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।