ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
ময়মনসিংহে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ১ যমুনা এক্সপ্রেস

ময়মনসিংহ: ময়মনসিংহে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেন চালক মজিবুর রহমান আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) ভোরের দিকে নগরীর ঘুণ্টি রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।  

ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী কবির হোসেন রানা এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে জানান, ভোর রাতে জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের দিকে আসছিল। পথে নগরীর ঘুণ্টি রেল ক্রসিং এলাকায় এলে একটি ট্রাক রেল ক্রসিংয়ের গেট ম্যানের নির্দেশনা না মেনে পার হচ্ছিল। এ সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি পাশের সড়কে ছিটকে পড়ে। এ ঘটনায় ট্রেন চালক মজিবুর আহত হন।  

কবির হোসেন রানা আরও জানান, এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের কিছুটা ক্ষতি হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। আর ট্রেন চালক মজিবুর নিজ বাসায় বিশ্রামে থেকে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বাংলানিউজকে বলেন, মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।