ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ‘আজকের প্রজন্ম ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
কুষ্টিয়ায় ‘আজকের প্রজন্ম ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ‘আজকের প্রজন্ম ও বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আনসার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত কথা সাহিত্যিক সাংবাদিক, নাট্যকার ও কলাম লেখক, বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) পরিচালক ইমদাদুল হক মিলন।

এ সময় তিনি বলেন, আগামী প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানুষ বড় হলেই দেশ বড় হয়। এ জন্য আমাদের ভালো মানুষ হতে হবে। ভালোবাসার চেয়ে বড়কিছু আর নেই বলেই বিনয়ী হয়ে মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর নুরুদ্দিন আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ফিরোজা খাতুন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ, কালের কণ্ঠ শুভসংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ শুভসংঘ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক কাকলী খাতুন, প্রচার সম্পাদক এসএম জামাল, সাংস্কৃতিক সম্পাদক শাকিল মাহমুদ, বাংলানিউজটুয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান, শুভসংঘ কুষ্টিয়ার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।