ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কারাগার থেকে বের হওয়ার পর ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
কারাগার থেকে বের হওয়ার পর ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাজমুল হাসান (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুর ১২টার দিকে ছুরিকাঘাত করা হয় তাকে।

নিহত নাজমুল পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সেলিম বলেন, আদমজী এলাকার কাউন্সিল অফিস থেকে কিছুটা দূরে রেললাইনের পাশে স্থানীয় ইমন ও রিপন নামের দুই ভাই নাজমুলকে ছুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সেলিম জানান, নাজমুল মাদক মামলায় বুধবার নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হন। এরপরই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।