ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীমান্তে হত্যা শূন্যে নেমে আসুক: বিজিবি প্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
সীমান্তে হত্যা শূন্যে নেমে আসুক: বিজিবি প্রধান

ব্রাহ্মণবাড়িয়া: ‘সীমান্তে হত্যা বন্ধে কারোই সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কমতি নেই। উভয়পক্ষই চায় এটা শূন্যতে নেমে আসুক।

সব পর্যায়ের বৈঠকেই এ নিয়ে আলোচনা হয়। ’

বুধবার (২৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ারর আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ এ কথা জানান।  

সারাদেশের বিজিবির বিভিন্ন ‘দপ্তর’ পরিদর্শনের অংশ হিসেবে তিনি আখাউড়ায় আসেন বলে জানান।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রশেন ভবন নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, সীমান্ত সংক্রান্ত কিছু আইন রয়েছে। এগুলো উভয় দেশকেই মানতে হবে।

বিজিবি প্রধানকে বন্দরের নো-ম্যানসল্যান্ড স্বাগত জানান বিএসএফ। এ সময় দুইপক্ষের মধ্য উপহার হিসেবে গাছ বিনিময় হয়।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।