ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
আখাউড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া: জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে আটজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল (৩৬)। আহত বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, একটি জমি নিয়ে চান্দপুর গ্রামের রুবেলের চাচার সঙ্গে একই গ্রামের জহিরের বিরোধ রয়েছে। এর জের ধরে সকালে রুবেল ও জহিরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টা খানেক ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।