ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িল বিশ্বরোডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
কুড়িল বিশ্বরোডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, স্কুটার চালানোর সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা বলেন, মিমের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটারটিকে কোন গাড়ি ধাক্কায় দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এ বিষয়ে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।