ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা কাটলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা কাটলো

রাজশাহী: মহানগরীর সোনাদীঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউটের স্থানে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হতে চলেছে। রাজশাহী সিটি করপোরেশনকে জমি দিতে সম্মত হয়েছে রাজশাহী জেলা পরিষদ।

এ বিষয়ে শনিবার (২ এপ্রিল) নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী জেলা পরিষদের মধ্যে খসড়া সমঝোতা স্মারক সই হয়েছে।

খসড়া চুক্তিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. রেজা হাসান সই করেন।

এর আগে, জমি বরাদ্দ না পাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপনের পরও আটকে যায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ। মহানগরীর সোনাদীঘির মোড় এলাকায় নির্মাণাধীন সিটি সেন্টারের উত্তরপাশে নির্মিত হবে দৃষ্টিনন্দন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার। এর নির্মাণ কাজ হবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলেই।

রাজশাহী জেলা পরিষদের মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ১ দশমিক শূন্য ১ একর জায়গায় শহীদ মিনার নির্মাণ করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পটির বাস্তবায়ন করবে রাসিক। ইতোমধ্যে শহীদ মিনার নির্মাণের নকশাসহ সব পরিকল্পনা চূড়ান্ত হয়। এরপর ২০২০ সালের ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু ভিত্তিপ্রস্তরটি স্থাপন করেন। কিন্তু এতদিন আটকে ছিল নির্মাণ কাজ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।