ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
সিলেটে বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

সিলেট: সিলেট নগরের ব্যস্ততম কোর্ট পয়েন্টে বিদ্যুতের খুঁটি পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার (০৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মধুবন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক আহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট মেট্রো-হ ১১-৩৩৪৩ মোটরসাইকেলটি নিয়ে মধুবন মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। রাত সোয়া ১১টার দিকে কোর্ট পয়েন্ট ফুট ওভারব্রিজের পাশে নতুন পোঁতা একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ করে তার ওপর উপড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায়।

ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন পোঁতা ওই খুঁটির সঙ্গে জিন্দাবাজারের দিকে টানা বৈদ্যুতিক লাইন সংযুক্ত ছিল। ওই লাইনে একটি ট্রাকের ওপরের অংশ লেগে খুঁটিতে টান পড়লে তা মোটরসাইকেল আরোহীর ওপর পড়ে যায়।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০২২
এনইউ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।