ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

গ্রামীণ অবকাঠামো সংস্কারে সময় বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
গ্রামীণ অবকাঠামো সংস্কারে সময় বেড়েছে -ফাইল ছবি

ঢাকা: চলতি অর্থবছরে (২০২১-২০২২) গ্রামীণ অবকাঠামো সংস্কার, রক্ষণাবেক্ষণ (কাবিখা/কাবিটা ও টিআর) কর্মসূচির আওতায় প্রথম কিস্তিতে ছাড় করা অর্থ উত্তোলন ও কাজের সময় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদ মো. কামাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার/রক্ষণাবেক্ষণ (কাবিখা/কাবিটা ও টিআর) কর্মসূচির বিপরীতে প্রথম কিস্তিতে ছাড় করা অর্থ/খাদ্যশস্যের আওতায় প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন এবং অর্থ উত্তোলনের সর্বশেষ সময় আগামী ২৫ এপ্রিল তারিখ পর্যন্ত নির্দেশক্রমে বাড়ানো হয়েছে।

এছাড়া চিঠিতে কোন-কোন জেলার উপজেলা ওয়ারী কী পরিমাণ কাজ অবশিষ্ট রয়েছে এবং অবশিষ্ট থাকার কারণ মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০৪,২০২২
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।