ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে ট্রাক উল্টে নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
শিবগঞ্জে ট্রাক উল্টে নারী নিহত 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক উল্টে মাসেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

 

সোমবার (৪ এপ্রিল) সকালে শিবগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসেদা ওই গ্রামের বুদ্ধু আলীর স্ত্রী।  

স্থানীয়রা জানান, সকালে বালু বোঝাই একটি ট্রাক পিরোজপুর থেকে বারিক বাজারের দিকে যাচ্ছিল। পথে সোনাপুর এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী মাসেদার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আরও একজন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।