ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

আগৈলঝাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
আগৈলঝাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৪ এপ্রিল) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মৃত করম আলী পাইকের স্ত্রী রাবেয়া বেগমের (৮০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বৃদ্ধা রাবেয়ার ছেলে মোতালেব পাইক বলেন, অনেকদিন যাবত আমার মা অসুস্থ ছিলেন। তিনি বার্ধক্যজনিত কষ্ট সইতে না পেরে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।