ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
সোনারগাঁয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৪৭ কেজি গাঁজা এবং ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে ৩ এপ্রিল দিবাগত রাতে সোনারগাঁ থানা এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।  

আটকরা হলো- গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন গোবরা এলাকার মো. শেখ কেরামত আলীর ছেলে অপু হোসেন (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে লিয়াকত আলী রেকত (৩০)। এ সময় অপু হোসেনের কাছ থেকে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং লিয়াকত আলী রেকতের কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২ 
এমআরপি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।