ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে ৪৭৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
শেরপুরে ৪৭৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোস্তাফিজুর রহমান।

আটকরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম (৩৮) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মো. রাসেল (২২)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ এপ্রিল) দিনগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে (হাটিকুমরুল-বগুড়া) একটি ট্রাকের গতি রোধ করে তল্লাশি করা হয়। সে সময় ট্রাকটি থেকে ৪৭৬ বোতল ফেনসিডিল জব্দসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।