ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

র‌্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞা তুলতে তৎপর দুই দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
র‌্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞা তুলতে তৎপর দুই দেশ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ঢাকা: র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে দুই দেশ কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

র‌্যাব কর্মকর্তাদের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে। সুতরাং এটি নিয়ে উভয় দেশ কাজ করছে এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও কাজ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে এবং দুদেশের কূটনৈতিক মহলও এটি নিয়ে কাজ করছে।  

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীকে পাঠানো দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির প্রসঙ্গ এনে  ড. হাছান মাহমুদ বলেন, কাল সোমবার ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। এই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের গত কয়েক বছর ধরে যে উন্নয়ন অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করেছেন। উন্নয়নশীল দেশের জন্য একটি উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অনেকগুলো ক্ষেত্রে আমরা কাজ করছি। সন্ত্রাসবাদ দমনে, রোহিঙ্গাদের সহায়তার ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করছি। তিনি কনফিডেন্ট যে আগের ৫০ বছরের মতো ভবিষ্যতের ৫০ বছরও এ সম্পর্ক বৃদ্ধি পাবে।

এ চিঠির মাধ্যমে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি ভবিষ্যতে আরও দৃঢ় হবে’ তা প্রমান হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২ 
জিসিজি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।