ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চিত্রনায়ক সোহেল হত্যা

দেশ ত্যাগের পরিকল্পনা ছিল বোতল চৌধুরীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
দেশ ত্যাগের পরিকল্পনা ছিল বোতল চৌধুরীর আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী

ঢাকা: দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  বিপুল পরিমাণ মদ ও সিসা সেবনের সরঞ্জামসহ আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, আত্মগোপনের পাশাপাশি দেশ ত্যাগের পরিকল্পনাও ছিল তার।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ এর ২৫/বি ফিরোজা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশানের তৃতীয় পক্ষের একটি বাসায় তিনি (বোতল চৌধুরী) আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় এবং ঘটনার সময় দুই নারী তার সঙ্গে ছিল।

তিনি আরও জানান, আশিষ রায় চৌধুরীর আত্মগোপনের পাশাপাশি দেশ ত্যাগের পরিকল্পনাও ছিল। বিপুল পরিমাণ মাদক রাখার দায়ে নতুন করে তার বিরুদ্ধে আরও একটি মামলা হবে।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।