ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

২ ইজিবাইকের সংঘর্ষ, ৭ মাসের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
২ ইজিবাইকের সংঘর্ষ, ৭ মাসের শিশুর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরে ব্যাটারিচালিত দু’টি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আফরা নামে  সাত মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আফরার নানিসহ চারজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদর উপজেলার মাদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আফরা একই উপজেলার কালাইমারা গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে। আহত নানি ফিরোজা বেগম (৫৫) কালকিনির উপজেলার কালীগঞ্জ এলাকার ফিরোজ হাওলাদারের স্ত্রী। অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে নাতনি আফরাকে সঙ্গে নিয়ে কালকিনির কালীগঞ্জ থেকে ইজিবাইকে করে জেলা সদর উপজেলার তালতলার দিকে আসছিলেন নানি ফিরোজা বেগম। পথে মাদ্রা এলাকায় এলে অপর একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আফরার মৃত্যু হয় এবং নানিসহ চারজন আহত হন। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।