ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাভারে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
সাভারে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ইউটার্ন নিতে গিয়ে দ্রুতগামী যাত্রীবাহী পরিবহনের চাপায় হজরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হযরত আলী আশুলিয়ার ডেন্ডাবর হাই সাহেবের মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি কেমিক্যাল কারখানায় কাজ করতেন।

নিহতের প্রতিবেশী চঞ্চল খান বলেন, হযরত নামে ওই ব্যক্তি আশুলিয়া থানার পাশে একটি কারখানায় কাজ করতেন। প্রতি রাতে মোটরসাইকেল চালিয়ে তিনি কাজে যাওয়া আসা করতেন। আজ ভোরেও কারখানা থেকে মোটরাসাইকেল চালিয়ে ডেন্ডাবরে নিজ বাসায় ফিরছিলেন তিনি। নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এসে ইউটার্ন নেওয়ার চেষ্টা করেন হযরত। এ সময় পেছন থেকে নবীনগরগামী আলী নূর পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ঘটনার পর বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।