ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

রমজানে রাত ৮টা পর্যন্ত খোলা ভারতীয় ভিসা কেন্দ্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
রমজানে রাত ৮টা পর্যন্ত খোলা ভারতীয় ভিসা কেন্দ্র

ঢাকা: রমজান মাসে ভারতীয় ভিসা আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এ  মাসে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে।

বুধবার (১৩ এপ্রিল) ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

সাধারণ সময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে ভিসা আবেদন বেড়ে যাওয়ার কারণে রোজার মাসে সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত ভিসার আবেদন জমা নেওয়া হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি করা হবে।

করোনা মহামারির কারণে গত ২ বছর ধরে পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ ছিল। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।