ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইফতারের আগে বেড়ে যায় যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
ইফতারের আগে বেড়ে যায় যানজট ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: সকালে ঘর থেকে বের হয়েই যানজটের ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। কাজ শেষে যখন সবাই ঘরমুখো তখনও একই ভোগান্তি।

সড়কে বের হলেই যাত্রী ও পথচারীরা পড়ছেন নিত্য এই ভোগান্তিতে। আর ঠিক ইফতারের আগে আগে যানজটের যন্ত্রণা আরও বেশি বেড়ে যায়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে ভয়াবহ যানজটের চিত্র।

বনানী ফ্লাইওভার হয়ে কাকলী-বনানী পর্যন্ত সড়কে তীব্র যানজট। বনানী থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-১ ও ২ এবং বাড্ডা গুলশান লিংক রোডেও যানবাহনের শ্লথগতি। অন্যদিকে বারিধারা, নতুনবাজার, রামপুরা, উত্তরা বিমানবন্দর ও আব্দুল্লাহপুর এলাকার চিত্রও একই।



কারওয়ানবাজার থেকে উত্তরার উদ্দেশে রওয়ানা হয়েছেন ফারহান সাদিক। বাংলানিউজকে তিনি বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে রওনা হয়েছি। কিন্তু ফার্মগেট হয়ে বিজয় সরণি ও মহাখালী-বনানী এলাকায় প্রচণ্ড যানজটে পড়তে হয়েছে। এসব যানজট পার হয়ে আবার খিলক্ষেত থেকে বিমানবন্দর পর্যন্ত যানজটে ভুগতে হবে।

পথচারীরা বলছে, দুপুরের পর অফিস শেষে রওয়ানা দিলে রাস্তায় ইফতার করতে হয়। তাই এখন ইচ্ছা থাকলেও বাসায় পরিবারের সঙ্গে ইফতার করতে পারি না। ইফতারের আগে যানজট বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।