ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ের সময় গাছ চাপায় মোমেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ফিল্ড পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন কুড়ুলগাছি গ্রামের আমিনুল হকের স্ত্রী।  

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় মোমেনা তার স্বামীর সঙ্গে টিনের তৈরি ছাপড়া ঘরে বসেছিলেন। ঝড়ের একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় লিচুগাছ ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এ সময় লিচু গাছসহ ঘরের চালের নিচে চাপা পড়েন মোমেনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।