ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় গভীর রাতে কৃষকের দুই পায়ে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
বগুড়ায় গভীর রাতে কৃষকের দুই পায়ে গুলি

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় একরাম হোসেন (৩০) নামে এক কৃষকের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই পুলিশ শামীম হোসেন (৩২) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার শিবকলমা গ্রামে এ ঘটনা ঘটে ৷

একরাম হোসেন বগুড়া কাহালু উপজেলার শিবকলমা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ৷ তিনি আগে সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় কাজ করলেও বর্তমানে কৃষিকাজ করেন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে একরাম বাড়ি থেকে বের হয়ে গ্রামের মুদী দোকানে সিগারেট কিনতে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। দুর্বৃত্তদের ছোঁড়া গুলি একরামের দুই পায়ের হাঁটুর উপরের অংশে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌঁনে ৩টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, একরাম দাবি করছেন তার দুই হাঁটুর উপরে গুলি করা হয়েছে। তবে কেন গুলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার পর শামীম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে ৷

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
কেইউএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।